ভরাট হওয়া খালগুলো পুন:খনন, গৃহনির্মানসহ বিভিন্ন প্রতিশ্রুতি : ত্রান প্রতিমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের কারনে প্রাকৃতিক দুর্যোগ মোকা বেলায় বাংলাদেশ কিভাবে দুর্যোগ সহনীয় রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারে তার একটি ডেল্টা পরিকল্পনা করছে সরকার। এই ডেল্টা পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বন্যা,খরা, নদী ভাঙ্গন, জলাবদ্ধতা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবেলায় কাজ করা যাবে।
দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি রবিবার বাগেরহাটের প্রাকৃতিক দুর্যোগ কবলিত শরণখোলা উপজেলায় দিনভর বিভিন্ন এলাকা সফরকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী শরণখোলায় পর্যাপ্ত ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র,ঝড় সহনশীল ঘর,রেইন ওয়াটার হরবেস্টিং,ভরাট হওয়া খালগুলো পুন:খনন, সেচের ব্যাবস্থা ও গৃহনির্মানের জন্য ঢেউটিন বরাদ্দ দেয়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ছাড়াও অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড,আমিরুল আলম মিলন,এ্যাড ,শরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ,খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন,ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু,শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন।
দুপুরে মন্ত্রী রায়েন্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং ৪২টি প্রতিবন্ধী পরিবারের মাঝে তিন হাজার লিটার ধারন ক্ষমতার একটি করে পানির ট্যাংক বিতরণ করেন। এছাড়া তিনি বিকেলে সাউথখালী ইউনিয়নে খুড়িয়াথালীতে ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি, সিপিপি, প্রতিবন্ধি সহায়ক দলের সাথে মতবিনিময় করেন।
উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সুধীজনের সাথে আলোচনা সভায় মিলত হন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.