ভবানীগঞ্জ পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় শহর সমন্বয় কমিটির এক সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভবানীগঞ্জ পৌরসভার বাস্তবায়নে ও গর্ভর্নেন্স ইমপ্রুভমেন্ট আ্যান্ড ক্যাপাসিটি ডেবেলপমেন্ট (জিআইসিডি) কন্সালেন্ট সার্ভিস, আইইউজিআইপি, এলজিইডি’র সহযোগীতায় পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব।
পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, এ্যাড. মোস্তাফিজুর রহমান, ঠিকাদার সমিতির সভাপতি আলহাজ আব্দুস সামাদ, পৌর কমিশনার হাছেন আলী, আহাদ আলী প্রমূখ।
সভায় বক্তারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের রাস্তা সংকীর্ণতা, বর্জ ব্যবস্থা ও নাগরিক সমাজের মান উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় সংকীর্ণ রাস্তা প্রসস্থকরণ বিষয়টি বেশী প্রাধান্য পায়। রাস্তা বর্ধিকরণ বিষয়টি নিয়ে প্রতি ৩ মাস পর পর সংশ্লিষ্ট কমিটির সভায় আসে।
তবে এবারে তার কার্যকারী ভূমিকা নিয়ে পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভায় পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব তা অতি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.