ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে বাগেরহাট করোনা থেকে মুক্তির প্রার্থনা

বাগেরহাট প্রতিনিধি: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাগেরহাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে স্বল্প সময়ের জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাগেরহাট জেলা পূজা উদ্যাপন পরিষদ এবং হিন্দু ধর্মীয় কল্যাণট্রাস্টের আয়োজনে আজ মঙ্গলবার বাগেরহাট কেন্দ্রিয় শ্রীশ্রী হরিসভা মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এ সময় সভায় করোনা মহামারি থেকে মুক্তির জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা সুযোগ্য পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাতাব উদ্দিন, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবুপ্রসাদ ঘোষ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্ত্তী সোনা এবং বাবুল সরদার প্রমুখ।

পরে গীতাপাঠ, প্রদীপ প্রজ্জলন এবং রাতে শ্রীকৃষ্ণের পূজার আয়োজন করা হয়েছে হরিসভা মন্দিরে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.