বড় জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে সিটি-চেলসি

বিটিসি স্পোর্টস ডেস্ক: আসরে বড় জয়ে এফ এ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি। বার্মিংহাম সিটিকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। আরেক ম্যাচে, মোরাক্যাম্বে’কে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।
নতুন বছরের শুরুতেই লিগ কাপে ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলো ম্যানচেস্টার সিটি। এফ এ কাপে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য ছিলো গার্দিওলা শীষ্যদের। ম্যাচের ভেন্যু ইতিহাদ।
তাই চিরচেনা মাঠে প্রতিপক্ষকে শুরু থেকেই চেপে ধরে সিটিজেনরা। ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী আসরটা সব দলের কাছেই মর্যাদার। তাইতো প্রতিটি ধাপেই সতর্ক হয়ে পা ফেলেছে সিটি। মাত্র আট মিনিটেই কোচের মুখে হাসি ফোটান বারনার্দো সিলভা।

পর্তুগিজ মিডফিল্ডারের দুর্দান্ত গোলে শুরুতেই লিড পায় সিটি। ৭ মিনিট পরই আবারো ইতিহাদে সিলভা ম্যাজিক। এবার তাকে বলের যোগান দিয়েছেন কেভিন ডি ব্রুইনা।

২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও গোলের ক্ষুধা মেটেনি স্বাগতিকদের। ৩৩ মিনিটে দলকে ৩-০ তে এগিয়ে নেন ফোডেন। এ যাত্রায় তাকে সহায়তা করেছেন রিয়াদ মাহরেজ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

সিটির মতই স্টামফোর্ড ব্রিজের রাতের আলোয় জয় উৎসব করেছে চেলসি। শেষ ম্যাচে হেরে তেতে ছিলো ব্লু। জয় পেতে শুরু থেকেই সতর্ক ছিলো ফরোয়ার্ডরা। ১৮ মিনিটেই গোল উৎসবের শুরু করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফুটবলার টিমো ওয়ার্নার।

দুই গোলে পিছিয়ে পরেও সুবিধা করতে পারেনি মোরাক্যাম্বে। পুরো ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি তাদের। তবে, প্রতিপক্ষের দুর্বলতার সুযোগে নয়, বরং নিজেদের মেধা দিয়েই জয়ের চেষ্টা করেছে চেলসি।

৪৯ মিনিটে দলের তৃতীয় গোলের কারিগর হাডসন। ম্যাচের ৮৫ মিনিটে দলকে চতুর্থ গোল উপহার দেন হাভাটর্জ। মোরাক্যাম্বের হতাশা আর চেলসির উৎসবেই শেষ হয়েছে ম্যাচ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.