বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আহমেদ জিহাদ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত ও তার আরো দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় নাটোর-পাবনা মহাসড়কের আহমেদপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের আহমেদ জিহাদ বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। আহতরা হলো কায়েমকোলা গ্রামেরর শাহেদ আলীর ছেলে শাকিল আহমেদ (২০) ও সরোয়ার হোসেনের ছেলে মোঃ সবুজ হোসেন (২২)। তারা তিন জনই আহেম্মদপুর আজম আলী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
আহতরা বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঝলমলিয়াা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজওয়ানুল ইসলাম বিষয়টির সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.