বড়াইগ্রামে ফসলী জমিতে পুকুর খনন, ৪০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের আটুয়া গ্রামে ফসলী জমিতে পুকুর খনন করার অপরাধে জমির মালিক মোস্তফা সেখকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুর ২টার দিকে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ এই অর্থদন্ডাদেশ প্রদান করেন।

তিনি জানান, ফসলী জমিতে পুকুর খনন বন্ধের জন্য উপজেলা সর্বত্র নোটিশ জারি করা রয়েছে। তদুপরি গোপনে পুকুর খননের কাজ চলছিলো। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই গ্রামের মৃত বদরুজ্জামান সেখের ছেলে মোস্তফা সেখকে এই অর্থ দন্ড করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.