বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারীর সংখ্যা ১১ ও শিশু রয়েছে ৫ জন।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে বনপাড়া-রাজশাহী মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার কালিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আব্দুস সামাদ (৬৫)। সে নাটোরের আগদিঘা কাটাখালী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। আহতদের বনপাড়া ও নাটোরের বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পাবনার বেড়া থেকে রাজশাহীগামী সেজান পরিবহন ও সৈয়দপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের টীম এসে উদ্ধার কার্য্য চালায়।

আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করার ফলে মৃত্যুর সংখ্যা বাড়েনি বলে স্থানীয়রা মত প্রকাশ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.