বড়াইগ্রামে ছয় দিনব্যাপী একুশে বই মেলা শুরু


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের রাজাপুরে ছয় দিনব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে। শুক্রবার রাত আটটায় জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বই মেলার ২২ তম আসরের উদ্বোধন করেন।
রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে একুশে গ্রন্থাগারের উদ্যোগে বই মেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি গোপালপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ইউএনও মারিয়াম খাতুন, সহকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা, মুলাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আশরাফুল ইসলাম স্বপন, মেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ব্যাপারী ও একুশে গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বক্তব্য রাখেন।
বই মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখকদের লেখা বই নিয়ে মোট ৪৮ টি স্টল রয়েছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.