বড়াইগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরন
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজ প্রধান অতিথি হিসেবে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমা খাতুন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম-টু-রিডের কর্মকর্তা আতোয়ার হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোক্তার হোসেন প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.