বড়াইগ্রামে আ’লীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে নৌকার বিপক্ষে স্বতন্ত্রের মনোনয়ন দাখিল!

নাটোর প্রতিনিধি: আগামী ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন প্রাথী। একজন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়াামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও অপরজন হচ্ছেন ম্বতন্ত্র প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু। তৃণমূলের ভোটের প্রেক্ষিতে আ’লীগ কেন্দ্রীয় কমিটি ডা. সিদ্দিকুর রহমানকে মনোনয়ন দেয়।

কিন্তু দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক ও সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান নেতৃত্ব দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলুর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নেয়ায় রীতিমতো সমালোচনার মধ্যে পড়েছেন ওই নেতৃদ্বয় ও স্বতন্ত্র প্রার্থী।

আজ সোমবার বিকেল ৫টায় মনোনয়নপত্র জমা দানের শেষ সময় পর্যন্ত ওই দুই প্রার্থী ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল বারী, বনপাড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম ভুট্টো মাস্টার, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক পারুল আক্তার, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস বেগম, যুব মহিলালীগের যুগ্ম সম্পাদক প্রভাষক সুরাইয়া আক্তার কলি।

এ ব্যাপারে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক বিটিসি নিউজকে জানান, যিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনিও আ’লীগের একজন নেতা। ‘তবে দল যাকে মনোনয়ন দিয়েছেন তার বিপক্ষে অবস্থান নেয়াটা কতটুকু যৌক্তিকতা রয়েছে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদত্তুর দিতে পারেননি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.