বড়াইগ্রামের জোনাইল বাজারে অভিযান ৬ হাজার ৬০০ লিটার সোয়াবিন তেল জব্দ

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করা করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। পরে জব্দকৃত সোয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়েছে।
এ সময় ৫ দোকান মালিককে সোয়াবিন তেল অবৈধভাবে মজুদ করায় ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার। শুক্রবার সন্ধ্যার পরে এই অভিযান চালানো হয়।
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক সহঃ পুলিশ সুপার মোঃ রফিুকর ইসলাম এবং জেলা ভোক্তা অধিদপ্তর উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াগ্রামের উপজেলার জোনাইল বাজারে মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর , রুপম স্টোর , মিতা স্টোর, বিল্লাল স্টোর , মেসার্স দেবাশীষ স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
পরে তা খোলা বাজারে বিক্রি করা হয়। এছাড়া ওই ৫ দোকানীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃত্তিম সংকট তৈরী করে বাজারে যারা অস্থিরতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.