BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট: সিমুর হ্যাট্রিক

ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট: সিমুর হ্যাট্রিক

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেণ্যু অঞ্চলের খেলা বৃহস্প্রতিবার (৬ নভেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়।

খেলায় স্বাগতিক রাজশাহী জেলা নারী হকি দল ২-১ গোলে সফররত দিনাজপুর জেলা নারী হকি দলকে হারায়।

বিজয়ী দলের পক্ষে মুনমুন ও তুলি ১টি করে গোল করে।

বিজিত দলের পক্ষে মাইশা ১টি গোল শোধ করে। দিনের অন্য খেলায় সফররত ঠাকুরগাঁও নারী হকি দল সিমুর হ্যাট্রিকের সুবাদে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে জয়পুরহাট জেলা নারী হকি দলকে হারায়।

বিজিত দলের পক্ষে সিমু ৫, পাপিয়া ৪, খুকু ২, কি সরেন ও সাহার বানু ১টি করে গোল করেন। আজ বিরতী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ