নিজস্ব প্রতিবেদক: ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেণ্যু অঞ্চলের খেলা সোমবরা (৩ নভেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়।
১ম খেলায় সফররত ঠাকুরগাও জেলা নারী হকি দল ২-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলা নারী হকি দলকে হারায়।
বিজয়ী দলের পক্ষে রেখা ও রিতু ১টি করে গোল করে।

ঠাকুরগাও এর লিপা ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়। দিনের অন্য খেলায় দিনাজপুর জেলা নারী হকি দল ২-০ গোলে রংপুর জেলা নারী হকি দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে আনিকা একাই ২টি গোল করে।
দিনাজপুর জেলার আন্নিকা ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়। কাল বিরতী। বুধবার জয়পুরহাট, দিনাজপুর জেলা, স্বাগতিক রাজশাহী ও রংপুর জেলা অংশ নেবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















