নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেণ্যু অঞ্চলের খেলা রোববার (২ নভেম্বর) দুপুর থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে সফররত রংপুর জেলা নারী হকি দল ৫-০ গোলে জয়পুরহাট জেলা নারী হকি দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে মেধা রানী রায় ২,ইরিনা আক্তার ,আনিবা রানী ও রেজাউনা আক্তার ১টি কওে গোল করে।
ম্যাচ সেরা নির্বাচিত হন রেজাউনা আক্তার। দিনের অন্য খেলায় ও ঠাকুরগাও জেলা নারী হকি দল ২-০ গোলে দিনাজপুর জেলা নারী হকি দলকে হারা। বিজয়ী দলের পক্ষে আনিকা ও কাজলি ১টি কওে গোল করে।
ঠাকুরগাও এর জামিলা ম্যাচ সেরা নির্বাচিত হন। এই টুর্নামেন্টে ৫টি জেলা নারী হকি দল অংশ গ্রহন করছে। অংশ গ্রহনকারী দলগুলো যথাক্রমে জয়পুরহাট, দিনাজপুর, স্বাগতিক রাজশাহী, ঠাকুরগঁও ও রংপুর জেলা নারী হকি দল।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোহাঃ সবুর আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উত্তরবঙ্গেও ডিসট্রিবিউশন নেটওয়ার্কেও আঞ্চলিক প্রধান মোঃ ফজলুল কবির, বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, টুর্নামেন্ট সমন্বয়ক তারিক উজ্জামান নান্নু ও ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মাঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন, হকি ফেডারেশনের জাজ এস এম নুর হোসনসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















