ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন স্মিথ

বিটিসি স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১৯০ বলে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। আর এতেই ছাড়িয়ে যান স্বদেশী কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে।
স্যার ডন ব্রাডম্যানের সেঞ্চুরি সংখ্যা ছিল ২৯টি। মৌসুমের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ব্রাডম্যানকে ছুঁয়ে ফেলেছিলেন স্মিথ। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে কিংবদন্তিকে ছাড়িয়ে যান স্মিথ। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ম্যাথু হেইডেনকে স্পর্শ করেন স্মিথ।
স্মিথের সামনে আছেন কেবল স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। স্টিভ ওয়াহর সেঞ্চুরি সংখ্যা ৩২টি ও রিকি পন্টিংয়ের ৪১টি। এই বছরেই স্টিভ ওয়াহকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে স্মিথের সামনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মোট ৪টি সেঞ্চুরি করলেন স্মিথ।
এছাড়াও এই মাঠে ষষ্ঠ ব্যাটার হিসেবে এক হাজার রান করলেন স্মিথ। ১৯২ বলে ১০৪ রান করে কেশব মহারাজের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন স্মিথ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.