ব্রীফ বাংলাদেশের অর্থায়নে ও স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সহযোগিতায় ২১৬ পরিবারে ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: ব্রীফ বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন চিলমারি উপজেলা শাখার সহযোগিতায় ও ব্যবস্থাপনায় কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলের ২১৬ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার (৩০ অগস্ট) চিলমারী উপজেলার থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে থানাহাট, রানীগঞ্জ ও রমনা ইউনিয়নের সুবিধাভোগী, চর শাখাহাতি, কড়াই বরিশাল, ছালীপাড়া, নটারকান্দী, কালিকাপুর, হাসেনের চরে চিলমারি ও অষ্টমির চর ইউনিয়নের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, চিড়া, মুড়ি, লবণ, বিস্কুট, স্যালাইন, সাবান, পানি, চিনি। চিলমারি উপজেলা শাখার প্রধান স্বেচ্ছাসেবক মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে ত্রাণ বিতরণের উদ্ধোধন করেন চিলমারি উপজেলা চেয়ারম্যান মো. শওকত আলী সরকার (বীর বিক্রম), ব্রীফ বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান হাবিব, ক্লাস্টার ডেভলপমেন্ট ম্যানেজার মো. রবিউল ইসলাম, প্রাক্তন সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য আহসান আহমেদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-প্রধান জাহিদুল ইসলাম খান জাহিদ, কুড়িগ্রাম জেলা সহ-প্রধান ছাবেদ আলী মন্ডল, ফুলবাড়ী উপজেলা প্রধান এনামুল হক বসুনিয়া, ফুলবাড়ী উপজেলা প্রধান শফিকুজ্জামান লিমন, রাজারহাট উপজেলা প্রধান ডা. রফিক, চিলমারী উপজেলা সহ-প্রধান সাইফুল ইসলাম রাংগা, সহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক ধনঞ্জয় কুমার, সাজেদুল ইসলাম, আবদুস সালাম, আলীমুল রাজী, খুশবু আরা চপলা, রফিকুল ইসলাম, লিয়াকত আলী প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.