ব্রিটেনে দাস ব্যবসায়ী‘র মূর্তি ভেঙে সাগরে ফেলল আন্দোলনকারীরা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের ব্রিস্টল নগরীতে স্থাপিত দাস ব্যবসায়ী অ্যাডওয়ার্ড কোলস্টোনের মূর্তি ভেঙে সাগরের পানিতে ফেলে দিয়েছে দেশটির বর্ণবৈষম্য ও কৃষ্ণাঙ্গ নির্যাতন বিরোধী আন্দোলনকারীরা।

ওই দাস ব্যবসায়ীর মূর্তি ভেঙে গতকাল রবিবার (০৭ জুন) রাতে বিক্ষোভকারীরা সাগরের পানিতে ফেলে দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নারী ও শিশুসহ ৮০ হাজার মানুষকে ব্রিটেনে এনে কৃতদাস হিসাবে বিক্রি করার অভিযোগ আছে অ্যাডওয়ার্ড কোলস্টোনের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বর্ণবাদ বিরোধী আন্দোলন মার্কিন মুলুক ছেড়ে গোটা বিশ্বে ছড়িয়ে পরেছে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লন্ডন, ব্রিস্টল, গ্লাসগো, এডিনবার্গ, নটিংহ্যাম ও ম্যানচেস্টারসহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ চলছে।

লন্ডনে আন্দোলনে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। এ সময় পুলিশ ১২ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.