ব্রিটিশ বিমানবাহী রণতরীর শতাধিক নাবিকের করোনা!

(ব্রিটিশ বিমানবাহী রণতরীর শতাধিক নাবিকের করোনা!–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথে প্রায় ১০০ নাবিকের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি এই রণতরির সঙ্গে থাকা বহরের আরও কয়েকটি রণতরীতেও করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, রণতরীর সব নাবিক ইতোমধ্যে করোনার টিকার দুটি ডোজ নিয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।
এই রণতরীর নেতৃত্বেই যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (সিএসজি) প্রথম অপারেশন চলছে। এই গ্রুপে নয়টি জাহাজ, ৩২টি রণতরি এবং ৩ হাজার ৭০০ নৌ সদস্য মোতায়েন রয়েছে। গত মে মাসের শেষ দিকে এই গ্রুপের সাত মাসের যাত্রা শুরু হয়। বিশ্বের এক–পঞ্চমাংশ দেশের জলসীমা ঘোরার কথা রয়েছে তাদের।
এইচএমএস কুইন এলিজাবেথ ভারত মহাসাগরে প্রবেশ করেছে। রয়েল নেভি বলছে, বছরের শেষ দিকে তারা জাপানের দিকে যাত্রা শুরু করবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.