ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড ডিপুটি ম্যানেজার সহ ২১ জন করোনা আক্রান্ত

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড কোম্পানির ডিপুটি ম্যানেজার ও একই পরিবারের একাধিক সদস্যসহ জেলায় নতুন ২১জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১০৯৩ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।
আজ বৃহস্পতিবার (২রা জুলাই) বিকালে জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৮টি নমুনার রিপোর্টে জেলায় নতুন ২১জন শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসেন বলে সংশ্লিষ্টরা জানান।
তবে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও ঢাকা পিসিআর ল্যাবের ৯৪৩৯ টি নমুনা রিপোর্টে জেলায় এখন পর্যন্ত ১০৯৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শুধু আজ বৃহস্পতিবারের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৯জন, আখাউড়া উপজেলায় ০১জন ও নাসিরনগর উপজেলায় ০১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২রা জুলাই) পর্যন্ত জেলায় ১০৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৬৮ জন, আখাউড়া উপজেলায় ৭৪ জন, বিজয়নগর উপজেলায় ৩৮ জন, নাসিরনগর উপজেলায় ৫০ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৮৬ জন, নবীনগর উপজেলায় ১৬৭ জন, সরাইল উপজেলায় ৮২ জন, আশুগঞ্জ উপজেলায় ৫৫ জন ও কসবা উপজেলায় ১৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । জেলায় সুস্থ হয়েছে ৫ জন। মারা গেছেন ২ জন।
সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ২রা জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ২৩৮ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৯জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮২২ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১০২২০ জনের পিসিআর রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৯৪৩৯ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১০৯৩ জন আক্রান্ত হয়েছে৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.