ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ও আখাউড়া বাইপাস সড়কে মাইক্রোবাসের ধাক্কায় ইউসুফ (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে আলাকপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর গ্রামের লাল মিয়া বাড়ির সেন্টু মিয়ার ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেলে ইউসুফ বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে খেলাধুলা করছিল। ওই সময় হঠাৎ আখাউড়া থেকে আসা একটি মাইক্রোবাস ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকেরা ইউসুফকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার বেশ আগে মৃত্যু হয়েছে৷ শিশুটির মাথায় আঘাত ছিল। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারনে হয়তো তার মৃত্যু হয়েছে।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, মাইক্রোবাসের ধাক্কায় একটি শিশু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছেন। তবে এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাইনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.