ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীর ছুরিকাঘাতে (এসআই) আহত

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় এক মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল্লাহ গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার (১৫ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে।
এসআইকে আক্রমণকারী প্রতিবন্ধী সাইদুল বেহাইর গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেলে সাইদুল তার মা ও বাবাকে একটি ঘরে আটকে রেখে ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরবন্দি মা-বাবাকে উদ্ধার করে। পরে সাইদুলকে আটক করতে গেলে সে তার হাতে থাকা ছুরি দিয়ে সদর মডেল থানার এসআই আতিকুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।
পরে পুলিশ সাইদুলকে আটক করে এবং গুরুতর আহত এসআইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছেন।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মো. শাখাওয়াত হোসেন বিটিসি নিউজকে বলেন, হামলাকারী ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তাকে আটক করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.