ব্রাহ্মণবাড়িয়ায় পিক-আপের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় গতকাল শনিবার (০৩ জুলাই) সন্ধ্যায় ভ্যান গাড়িতে করে যাওয়ার সময় পিক-আপের ধাক্কায় সায়মা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
নিহত সায়মা উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের চৌধুরী বাড়ি এলাকার হামদু চৌধুরীর মেয়ে ও সুলতানপুরেরর একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার দিকে হামদু চৌধুরী তার মেয়ে সায়মাকে নিয়ে ভ্যান গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন। বাড়ি কাছাকাছি আসার পর একটি পিক-আপ ভ্যান পেছন থেকে ভ্যান গাড়িটিকে ধাক্কায় দেয়৷ এতে সায়মা ভ্যান থেকে ছিটকে পড়ে। গুরুতর আহত সায়মাকে তার বাবা ও পথচারীরা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ মর্গে পাঠানো হয়।
জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.