ব্রাহ্মণবাড়িয়ায় পরিমানে তেল কম দেওয়ায় মেসার্স এস রহমান পেট্রোল পাম্পকে জরিমানা

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় একটি পেট্রোল পাম্প থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছিল পরিমাণে তেল কম। এই অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন ভাবে গ্রাহকরা অভিযোগ করে আসছিল।
এই অভিযোগের প্রেক্ষিতে তেল পরিমাণে কম দেওয়ায় মেসার্স এস রহমান ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পকে ২০হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে জেলা শহরের ভাদুঘরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
তিনি জানান, মেসার্স এস রহমান ফিলিং স্টেশনের নামে তেল বিক্রিতে তারা পরিমানে কম দিচ্ছিল। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও লেখালেখি হচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে মেসার্স এস রহমান ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।
এসময় যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া। তারা প্রতি লিটারে গ্রাহকদের এক থেকে দেড়শত মিলিলিটার তেল কম দিচ্ছিল।
তিনি আরও বলেন, গ্রাহকদের তাদের প্রাপ্য থেকে কম তেল সরবরাহ করায় ২০১৮এর ৪৬ ধারা ভঙ্গের দায়ে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনে কারাদণ্ড প্রদান করা হয়। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ নগদ ২০হাজার টাকা জরিমানা প্রদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.