ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

গতকাল রবিবার (২৫ আগস্ট) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ বিক্ষোভ হয়।

পুলিশ জানান, স্থানীয় গ্যাস ফিল্ডের একটি ঠিকাদারি কাজ পায় সুহিলপুর ইউনিয়নের মেম্বার মহসিন এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহারুল। কিন্তু এতে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ।

বিষয়টি মীমাংসায় গতকাল রবিবার বিকেলে আলোচনায় বসলে সহযোগীদের নিয়ে মাসুম বিল্লাহ মহসিন ও কাজী শাহারুলকে মারধর করে; এবং তাদের বাড়িতে ভাংচুর চালায়।

এর প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.