BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ক্যান্সারের ওষুধসহ সাড়ে ৬ কোটি টাকার পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ক্যান্সারের ওষুধসহ সাড়ে ৬ কোটি টাকার পণ্য জব্দ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকা থেকে ক্যান্সারের ওষুধসহ প্রায় সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বিজিবি-২৫ ব্যাটালিয়নের প্রধান কার্যালয় সরাইলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১১ অক্টোবর) সকালে বিজিবির অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপভ্যানে তল্লাশি করে ৭ হাজার ১১৮টি মোবাইলফোনের ডিসপ্লে, ১৯৫ প্যাকেট পেঁয়াজের বীজ এবং ৮ হাজার ৩১৬টি ইনজেকশন জব্দ করা হয়। জব্দ করা ইনজেকশন ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপির কাজে ব্যবহৃত হয়। এসব ভারতীয় পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি জানান, গত ছয় মাসে বিজিবি-২৫ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে এবং আটক করা হয়েছে ৩৩ জন চোরাকারবারি। জব্দ পণ্যের মধ্যে মাদক, মোবাইলফোন ডিসপ্লে, শাড়ি, কসমেটিকস, মাছসহ বিভিন্ন পণ্য রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি সনাক্ত সারাদেশের মানুষ এয়োদশ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মিলন ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টার সঙ্গে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি : এ্যানি দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন বায়ুদূষণ রোধে একযোগে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে : মির্জা ফখরুল