বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত।
পুলিশ জানায়, বুধন্তী গ্রামের বিএনপি নেতা চমক মিয়া ও ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। টর্চলাইট জ্বালিয়ে গ্রামের সড়কে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রায় ২০ জন আহত হন। আহতরা মাধবপুর ও বিজয়নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি একটি হারভেস্টার মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ বিটিসি নিউজকে জানান, আধিপত্য নিয়ে মিজান ও চমক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.