BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী যোগ দিলেন ছাত্রদলে

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী যোগ দিলেন ছাত্রদলে

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যের আগে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

খালেদ হোসেন মাহবুব বলেন, ‘ছাত্ররা যদি না এগোত, তাহলে কিন্তু এই জুলাই গণ–অভ্যুত্থান হতো না। এই ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। ছাত্ররা নেতৃত্বে এগিয়ে এসেছিল, পরবর্তীতে কিন্তু ফ্যাসিস্টবিরোধী যত শক্তি আছে, সবাই নেপথ্যে থেকে ছাত্রদের সহায়তা করেছে। ছাত্রদলের নেতারাও কিন্তু নেপথ্যে থেকে অনুপ্রেরণা জুগিয়েছে ও সহায়তা করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘একটা সময় ছিল শুধু সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে এগিয়ে থাকত। এই জুলাই আন্দোলনে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এগিয়ে ছিল। ইরান, শ্রীলঙ্কা ও নেপালে যত জায়গাতেই বিপ্লব হচ্ছে, নেতৃত্বে দিচ্ছে ছাত্ররা। কারণ, তাদের কোনো পিছুটান নেই। আগামী দিনে এই জুলাই গণ–অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে।’

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান; সাবেক সহসভাপতি মোকাররম হোসেন; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণ–অভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীন; জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক, তন্নী আক্তার; সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন, ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ