ব্রাজিলে ভারী বর্ষণে ২৩ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির পার্বত্য অঞ্চলের দক্ষিণ-পূর্বে অনেক সম্পত্তি ধ্বংস হয়ে যাওয়ায় আরও হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
রোববার অতি বৃষ্টিপাতের কারণে দেশটির এস্পিরিটো সান্তো এবং রিও ডি জেনিরো রাজ্যে উদ্ধারকারীরা আটকেপড়া নাগরিকদের উদ্ধারে নেমেছেন।
কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে বলেছে, উদ্ধারকারীরা বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
এস্পিরিটো সান্তোসের রাজ্য সরকার রোববার বলেছে, শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে ১৫ জন মারা গেছেন এবং প্রায় ৫ হাজার নাগরিক ঘরছাড়া হয়েছেন। শনিবার রিও কর্তৃপক্ষ আটজনের মৃত্যুর খবর দিয়েছে।
রাজ্যের রাজধানী ভিটোরিয়া থেকে ৭৪ কিলোমিটার (৪৬ মাইল) দক্ষিণে অবস্থিত গ্রামাঞ্চলের শহর মিমোসো ডো সুলে এস্পিরিটো সান্তোতে ১৬ জনের মৃত্যু হয়েছে।
নতুন ভূমিধসের ঝুঁকির কারণে উভয় রাজ্যে উদ্ধারকারী কর্মীরা শুক্রবার রাতে তাদের কাজ বন্ধ করে শনিবার বিকেলে পুনরায় উদ্ধার কাজ শুরু করে।
ব্রাজিলের দক্ষিণ-পূর্ব অঞ্চলের মেয়র এবং গভর্নররা বৃহস্পতিবার এমন দুর্যোগের আভাসে বাসিন্দাদের সতর্ক করেছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.