বিটিসি স্পোর্টস ডেস্ক:চলতি মৌসুমে চেলসির শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে পরেই ঘুরে দাঁড়িয়েছিল ব্লুজরা। পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠলেও আবারও ব্যাকফুটে চেলসি। গতকাল শুক্রবার রাতে ব্রাইটন এন্ড হোব আলবিয়নের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে তারা। ফলে সপ্তাহখানেকের ব্যবধানে ব্রাইটনের বিপক্ষে ব্যাক টু ব্যাক হারের মুখ দেখলো চেলসি।
এফএ কাপের ম্যাচে হারের সেই তিক্ত স্বাদ এখনও ভোলেনি ভক্তরা। এবার প্রিমিয়ার লিগেও সেই ঘটনার পুনরাবৃত্তি করলো চেলসি।
স্বাগতিকদের হয়ে জোড়া গোল আদায় করেন মিন্তে। অপর গোলটি করেন মিতোমা। ম্যাচের ২৭তম মিনিটে লিড নেয় ব্রাইটন। স্বাগতিক দর্শকদের উৎসব করার প্রথম উপলক্ষ্য এনে দেন দলের জাপানিজ লেফট উইঙ্গার কাওরু মিতোমা।
পিছিয়ে পড়ার কয়েক মিনিটের মধ্যেই ব্রাইটনের জালে বল জড়িয়েছিলো চেলসি। কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় এনজো ফার্নান্দেসের সেই গোল বাতিল হয়।
ম্যাচের ৩৮তম মিনিটে লিড দ্বিগুণ করে ব্রাইটন। এবার রাইট উইঙ্গার ইয়ানকুবা মিন্তে নাম তোলেন স্কোর শিটে। ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় ব্রাইটন।
বিরতির পর আক্রমণ চালিয়েও ফল পায়নি চেলসি। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় ব্লুজ ফরোয়ার্ডরা।
দ্বিতীয়ার্ধের ১৮তম মিনিটে চেলসির জালে তৃতীয়বারের মতো বল জড়ায় ডি জেরবি শিষ্যরা। ড্যানি ওয়েলব্যামের সাথে ডি বক্সের ভেতরে দারুন ওয়ানটেু ওয়ান পাসের বোঝাপড়ায় নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন ইয়ানকুবা মিন্তে।
ম্যাচের বাকি সময়েও গোলের একাধিক সুযোগ তৈরি করেও ফিনিশিং ব্যর্থতায় আর গোল পায়নি ব্রাইটন। তবে পুরো ম্যাচে ৭০ শতাংশ বল পজেশন নিয়েও প্রতিপক্ষের জালে একবারও টার্গেট শট নিতে পারেনি চেলসি।
শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটির কাছে মাঠের লড়াইয়ে হোঁচট খেতে হয় চেলসিকে। ব্যবধান আরো বাড়তে পারতো ব্রাইটনের। তবে লক্ষ্যভ্রস্ট হয় দুইটি ভালো সুযোগ। অলব্লুজদের কাঁদিয়ে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। এই পরাজয়ে ৪৩ পয়েন্ট নিয়ে চারেই থাকলো চেলসি। ৩৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ব্রাইটন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.