ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ


প্রেসবিজ্ঞপ্তি: সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)

সাবেক এ অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী ছিলেন।

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে জাতীর অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন দেশের এক নিবেদিত প্রাণ আইনজীবী। আইন পেশায় থেকে বহু মানুষের সেবা করেছেন।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

বার্তা প্রেরক: আসলাম-উদ-দৌলা, সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.