রংপুর ব্যুরো: সাংবাদিক মাসুদা ভাট্রিকে চরিত্রহীন বলার মানহানি মামলায় গ্রেফতার শ্রেনীভূক্ত বন্দি তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ঐক্যফ্রন্ট নেতা ব্যারিষ্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষায় ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে তার প্রয়োজনীয় পরীক্ষা শেষে কারাগারে পাঠানো হয়েছে। চিকিৎসকা বলছেন তিনি ক্রোনিক ব্যাধিতে আক্রান্ত হলেও এখন সুস্থ্য আছেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট খুব দ্রুত হাইকোর্টে পাঠানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল ৯ টায় কড়া পুলিশী নিরাপত্বায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে আনা হয়। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল গঠিত ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে আবারও কড়া নিরাপত্বায় কারাগারে নিয়ে যায় পুলিশ।
স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায় প্রেস ব্রিফিংয়ে শ্রেনিভুক্ত বন্দি ব্যারিষ্টার মইনুল হোসেনকে মহামান্য হাইকোর্ট স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট দেয়ার নির্দেশনা দিয়েছেন। এ সংক্রান্ত একটি পত্র গত পরশু দিন আমাদের কাছে এসেছে। এরই ধারাবাহিকতায় আমরা তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছি। এর প্রধান করা হয়েছে মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবেন্দ্রনাথ সরকারকে।
সদস্য করা হয়েছে নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক মোবাশ্বের হোসেন সুজা, নিউরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক ডা. এমদাদুল হক, কার্ডিলিওজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক ড. রবীন্দ্র নাথ বর্মন এবং এ্যন্ড্রোক্যানোলোজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কামরুল ইসলাম। ওনারা তাঁকে দেখেছেন। ওনার স্বাস্থ্য পরীক্ষার সব কিছু পরীক্ষার করেছেন। এই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া মাত্রই আমরা তা হাইকোর্টে প্রেরণ করবো।
ব্যারিষ্টার মইনুলের শারীরিক অবস্থা প্রসঙ্গে গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতলের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অ্যধাপক দেবেন্দ্রনাথ সরকার ব্রিফিংয়ে জানান, আমরা শ্রেনিভূক্ত বন্দি ব্যারিষ্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে দেখেছি তিনি কিছু ক্রোনিক ডিজিজে ভুগছেন। আমরা তার প্রয়োজনীয় সকল পরীক্ষা শেষে দেখতে পাই তিনি এই মুহুর্তে স্ট্যাবল এবং সুস্থ্য আছেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, আগামী রোববারের মধ্যে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা দেয়া হয়। নির্দেশনার আলোকেই শনিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে তাকে আবারো নেয়া হয়েছে।
প্রসঙ্গত: ব্যারিষ্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর রংপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কোতয়ালী আমলী আদালতে মানহানির মামলা করেন যুবলীগ কর্মী মিলি মায়া বেগম। ওই মামলায় আসামী ও বাদিও উপস্থিতিতে জামিন শুনানীর তারিখ ছিল রোববার। জামিন শুনানীতে অংশ নিতে ৯ নভেম্বর সন্ধায় কড়া পুলিশী পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয় ব্যারিষ্টার মইনুলকে।
মইনুলের আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে ১০ নভেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রংপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রবেশ মুখে যুব, ছাত্র, স্বেচ্ছা ও যুব মহিলালীগের হামলার শিকার হয় তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিষ্টার মইনুল হোসেন। এসময় হামলকারীরা তার ওপর জুতা, পচা ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করে। অন্যদিকে ব্যারিষ্টার মইনুল আদালত থেকে চলে যাওয়ার সাথে সাথেই হাজিরা দিতে আসা বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয় আদালত চত্বর। পরিস্থিতি সামাল দিতে শর্টগান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে পুলিশসহ ১২ জন আহত হন।
এ সময় শুনানীতে জামিন না মঞ্জুর করেন আদালত। আগামী ২২ নভেম্বর রংপুর আদালতে তার জামিনের পরবর্তী শুনানী হবে। তিনি এখন রংপুর কারাগারে হাইকোর্টের নির্দেশে ডিভিশন প্রাপ্ত বন্দির( নং ৬৫৫৮/১৮)মর্যাদায় আছেন।#
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.