ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা

 

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ব্যাংকিং খাত, অর্থ পাচার রোধ এবং আর্থিক খাতের সংস্কার চেয়ে আইএমএফ এবং বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আইএমএফ কী পরিমাণ বা কীভাবে অর্থ দেবে, তা অক্টোবরে আইএমএফের বোর্ড সভায় নির্ধারিত হবে।
তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফ-এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.