ব্যাংককে তিনতলা ভবন ধস, নিহত-৫

(ব্যাংককে তিনতলা ভবন ধস, নিহত-৫–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে একটি তিন তলা ভবন ধসে কমপক্ষে ৫ জন মানুষ নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার (০৩ এপ্রিল) সকালে ওই ভবনে আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রাণ হারান কমপক্ষে ৫ জন। তবে কী কারণে ভবনটিতে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ধোঁয়াশা ও কংক্রিটের ধুলার মেঘের মধ্যে ঝলসে ওঠা কালো রংয়ের ভবনটি ভেঙে পড়ছে। দেয়াল বেয়ে ঘনিষ্ঠভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি নজরদারি করতে গিয়ে আটকে পড়া এক অগ্নিনির্বাপককর্মী নিখোঁজ হলেও কোনোমতে শেষেমেষ তিনি পতিত ওই ভবনের ধ্বংসাবশেষ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন।
এক অগ্নিনির্বাপনকর্মী জানান, কিছু যে ভেঙে পড়ছে তার শব্দ আমি শুনছিলাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে গোটা ভবনটি ধসে পড়ে। অবকাঠামো খুব দুর্বল হওয়া উদ্ধারকর্মীদের সেখান থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। (সূত্র: রয়টার্স)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.