ব্যর্থ কপ-২৬: গ্রেটা থুনবার্গ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে জলবায়ু সম্মেলন কপ-২৬। একই শহরে গতকাল শুক্রবার জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের ডাকে ‘ফ্রাইডে ফর ফিউচার’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ।
এসময় তিনি বলেন, মানুষের বুঝতে আর বাকি নেই যে, কপ-২৬ পুরোপুরি ব্যর্থ হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে বিশ্বের প্রায় ২০০ দেশের রাষ্ট্র প্রধানদের অংশ গ্রহণে চলমান জলবায়ু সম্মেলন। ইতিমধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে ১৯০ দেশ ইতিবাচক সিদ্ধান্ত নিলেও একে যথেষ্ট মনে করছেন না অনেকেই। বিশেষ করে বিশ্বের অধিক কার্বন নির্গমন দেশের মধ্যে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনও আশানুরূপ কোনো প্রতিশ্রুতি দেয়নি।
পরিস্থিতি যখন এমন, তখন গ্লাসগোতে বহু তরুণ-তরুণী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেখানে অংশ নেন গ্রেটা থুনবার্গও।
সমাবেশে গ্রেটা বলেন, ‘এখন এই বিষয় আর গোপন নেই যে, কপ-২৬ ব্যর্থ। এটা সত্য, যেভাবে আমরা সংকটে পড়েছি, সেভাবে এর সমাধান সম্ভব নয়। যত দ্রুত সম্ভভ বার্ষিক নির্গমন এমন মাত্রায় নামানো প্রয়োজন, যা আগে কখনও হয়নি।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.