ব্যবসায়ীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা : শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো: করোনাকালে কর্মহীন ৩৪০ জনকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ শনিবার (২৪ জুলাই) সকালে নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারী গলি শিব বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, হাজারী গলির একটা ঐতিহ্য আছে। এখানে স্বর্ণালংকার তৈরির দক্ষ অনেক কারিগর আছেন, বিভিন্ন ধরনের স্বর্ণ ব্যবসায়ী আছেন। আপনারা শান্তিপ্রিয় মানুষ। আপনারা যাতে কোনও ধরনের অন্যায় বা জুলুমের শিকার না হন সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। যারা এই শিল্পে কাজ করছেন তারা হেনস্থা হবেন, হয়রানির শিকার হবেন- এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি আপনারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। যারা আপনাদের হয়রানি করছে তাদের বলে দিতে চাই, সাবধান হয়ে যান। যদি শান্তিপ্রিয় ব্যবসায়ীরা আর কোন ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার হয়, তাহলে আমরা ব্যবস্থা নিতে জানি। হয়রানি ও জুলুমকারীদের বিচারের সম্মুখীন হতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সবাই এদেশে শান্তিতে বসবাস করুক, শান্তিতে ব্যবসা করুক। যারা এই শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, অনেকের মাঝে আমরা কর ফাঁকি দেওয়ার প্রবণতা দেখতে পাই। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সঠিক পরিমাণে কর প্রদান করবেন। আপনাদের কর প্রদানে এ দেশের উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে। তার সাথে সাথে আপনারাও উন্নয়নের অংশীদার হবেন।
৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক জহর লাল হাজারী সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রতন আচার্য্য, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জীব বিশ্বাস সাজু, বিধান ধর, সত্যজিত চৌধুরী টুলু, বিপ্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, উৎপল দাশ, নিপু শর্ম্মা, জয় চৌধুরী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা নিশাত চৌধুরী, ওয়ার্ড ছাত্রলীগ নেতা তন্ময় সেন শিবু, অভিক চৌধুরী, সৌরভ পাল, মো. রানা প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.