ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করলেন মেয়র লিটন

আ:লীগ প্রতিবেদক: মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার বিকেলে নগরভবন প্রাঙ্গনে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
জানা গেছে, গত ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর থেকে ধারাবাহিকভাবে ডাস্টবিন বিতরণ করা হচ্ছে। প্রথমধাপে প্রায় ১২ হাজার ডাস্টবিন বিতরণ করা হবে।

আজ বুধবার শালবাগান বাজার ব্যবসায়ী সমিতি, মনিবাজার বণিক ব্যবসায়ী সমিতি, রাজশাহী সিটি পাদুকা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী রেস্তোঁরা মালিক সমিতি, রাজশাহী মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি ও তালাইমারি বাজার ব্যবসায়ী সমিতিকে ডাস্টবিন দেয়া হয়।

ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, রাসিকের পরিচ্ছন্ন বিভাগের প্রধান কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ।#( প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.