বোরকা, হিজাবে ছাত্রীদের ওপর নিষেধাজ্ঞা নয় : ভারতের সুপ্রিম কোর্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হিজাব, বোরকা, টুপি বা নিকাব নিষিদ্ধ করার বিষয়ে মুম্বাইয়ের একটি কলেজের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার (৯ আগস্ট) ভারতের সর্বোচ্চ আদালত এই নির্দেশনা দিয়ে জানান, ছাত্রীরা কী পরবেন বা পরবেন না, তা তাদের স্বাধীনতার বিষয়।
বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশনায় বলেন, কলেজ কর্তৃপক্ষ মেয়ে পড়ুয়াদের ওপর কী পরা উচিত এবং কী পরা উচিত নয়, তা বাধ্যতামূলক করতে পারে না।
বিচারপতিরা কলেজ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘হঠাৎ করেই একদিন বুঝলেন যে ভারতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে? কিন্তু আশ্চর্যের বিষয়, কলেজ কর্তৃপক্ষ মেয়েদের বিন্দি বা তিলক না পরা নিয়ে কোনও নির্দেশনা দেননি!’
বিচারপতিরা আরও প্রশ্ন তোলেন, ‘পোশাক দিয়ে যদি ধর্ম নির্ধারণ করা যায়, তবে পড়ুয়াদের নামও তো তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ করে।’
মুম্বাইয়ের চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটি তাদের ছাত্রীদের জন্য এই নির্দেশনা দিয়েছিল। এই নির্দেশনার বিরুদ্ধে মামলা হলে বোম্বে হাইকোর্ট তা বহাল রাখে।
এরপর হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। আবেদনকারীরা বলেন, এই নিষেধাজ্ঞার কারণে মুসলিম ছাত্রীদের ক্লাসে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্ট সেই নির্দেশ স্থগিত করে জানায়, কলেজ কর্তৃপক্ষকে ১৮ নভেম্বরের মধ্যে তাদের মতামত দিতে হবে।
তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কোনও ছাত্রী শ্রেণীকক্ষে বোরকা পরে ঢুকতে পারবেন না এবং কলেজ চত্বরে ধর্মীয় কাজকর্ম পরিচালনা করা যাবে না। বিচারপতিরা আরও জানান, যদি তাদের নির্দেশের অপব্যবহার হয়, তাহলে কলেজ কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হতে পারবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.