বোরকা নিষিদ্ধের পথে শ্রীলঙ্কা

(বোরকা নিষিদ্ধের পথে শ্রীলঙ্কা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বোরকা পরিধান নিষিদ্ধের একটি আইনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা মন্ত্রিসভা। আইন খসড়া কমিটির অনুমোদনের পর খসড়াটি শ্রীলঙ্কার পার্লামেন্টে পাঠানো হবে।
গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রিসভা প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এটি এখন আইন খসড়া কমিটির কাছে যাবে এবং পরে তা শ্রীলঙ্কার পার্লামেন্টে পাঠানো হবে।

এর আগে গত মার্চে বোরকা নিষিদ্ধে আইন করার কথা জানিয়েছিলেন মন্ত্রী সারাথ বীরাসেকারা। ব্যাপক সমালোচনার মুখে ওই সময় শ্রীলঙ্কা সরকার জানিয়েছিল, এটি প্রস্তাবমাত্র এবং সরকার এটি বাস্তবায়নে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নিচ্ছে না। (সূত্র: আল-জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.