চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে জলদস্যুদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ২টি শটগানসহ আঠারো রাউন্ড তাজা বুলেট উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার (৬ সেপ্টেম্বর) সেনাবাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, বেশ কয়েকদিন ধরে একটি জলদস্যু চক্র এই এলাকায় সক্রিয় হয়ে উঠেছিল। কর্ণফুলী নদীতে মাদক চালান, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ নানা অপরাধের রাজত্ব কায়েম করার চেষ্টা করছিল। চক্রটিকে ধরতে বোয়ালখালী থানার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জ্যেষ্ঠপুরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি শটগানসহ ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জব্দ মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুরো চক্রটিকে আটক করার জন্য বোয়ালখালী আর্মি ক্যাম্প তাদের অভিযান অব্যাহত রাখবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.