চট্টগ্রাম ব্যুরো: বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাত্রিকালিন শর্টপিচ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারী) রাতে উপজেলার পশ্চিম কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক এম এন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক সারোয়ার আলম ভুট্টো।
রোকন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রীস বিষু, মোহাম্মদ খালেদ, সেকান্দর আলম, মহিউদ্দিন জনি, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মাসুদ আলম, মোহাম্মদ এসকান্দর, সৈয়দ কামাল, এস এম সোহেল মিয়াজী, মহিউদ্দিন আমিরী সরোয়ার, ইমতিয়াজ হোসেন রিমি, মোহাম্মদ আজম, সাজ্জাদ হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, টিম পরিচালনা কমিটির উপদেষ্টা -রুহুল আমিন শেম্পু, ফজলে রাব্বি, মহিউদ্দিন, লোকমান, পারভেছ, ইরফান, রাতুল, আমান।
উদ্বোধনী খেলায় নুর এগ্রো একাদশ বনাম শেখ বাড়ি একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে নুর এগ্রো জয়ী হয়। খেলায় মোট ২৪ টি অংশগ্রহন করে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.