বোদায় প্রাইভেট শিক্ষক দিয়ে কক্ষ পরিদর্শক, কেন্দ্র সচিবের বিরুদ্ধে অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে এসএসসি পরীক্ষা (কেন্দ্র: বোদা- বি,কোড-৮৬২) সাকোয়া উচ্চ বিদ্যালয়ে অনিয়মের মধ্য দিয়ে পরীক্ষা চালানোর অভিযোগ উঠেছে।
সরকারী নিয়মানুযায়ী পরীক্ষা কেন্দ্রে শিক্ষক দিয়ে পরীক্ষার্থীদের কক্ষ পরিদর্শক করবেন। সরকারের ওই নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদশর্ন করে কেন্দ্র সচিব আলতাফ হোসেন নামে এক প্রাইভেট শিক্ষককে কক্ষ পরিদর্শক বানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে বিষয়টি সবার অজানা থাকলেও ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্রের অনিয়মের বিষয় বেড়িয়ে আসে সবার সামনে।
জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় সাকোয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গত ২৪ সেপ্টেম্বর শনিবার মো.আলতাফ হোসেন নামের এক প্রাইভেট শিক্ষককে কক্ষ পরিদর্শক বানিয়েছেন।
অভিযোগ রয়েছে পরীক্ষার্থীদের কাছে বিশেষ সুবিধা নিয়ে অসদুপায় সৃষ্টি করে তাদেরকে সুযোগ সুবিধা দেয়া। যদিও আলতাফ হোসেন অসদুপায়ের বিষয়টি অস্বীকার করে বলেন, ওইদিন পরীক্ষার কক্ষ পরিদর্শক যিনি ছিলেন, তার সমস্যার কারনে আমাকে মানিক স্যার ডেকে ডিউটি করিয়েছেন। শিক্ষক না হয়েও পাবলিক পরীক্ষায় কক্ষ পরিদর্শক বানানোর বিষয়টি নিয়ে সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকাগনের মাঝে তুমুল সমালোচনা সৃষ্টি হয়েছে। সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব, সায়েদ মঞ্জুরুল হাসান সুজা জানান, আলতাফ হোসেন এ স্কুলের একজন খন্ডকালীন শিক্ষক।এজন্য পরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারভীন আকতার বানু জানান, বিষয়টি শুনে মনে হয় আকাশ থেকে পড়লাম। আমি কোন স্কুলের প্রধান শিক্ষক না আমি তাদের বিচারক হয়ে আছি তার বিচার করব। একথা বলে তার স্বামীকে মুঠোফোনে জানান,কি জায়গায় এনে দিলেন আমিতো এখানে মানসিক নির্যাতনের স্বীকার হচ্ছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.