বোদায় দেড় মাসে বিপুল মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার-৩০

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৯ জানুয়ারী পর্যন্ত গত দেড় মাসে ৭৭৮ পিচ ট্যাপেন্ডাডল,১২৩ পিচ ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে,।
এ সময়ে মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ টি মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক ১৩ ডিসেম্বর যোগদানের পর  থেকে তিনি ২৯ জানুয়ারী পর্যন্ত ট্যাপেন্ডাডল ট্যাবলেট ৭৭৮ পিচ,ইয়াবা ১৫৯ পিচ, ১৭ বোতল বিদেশি মদ, গাঁজা ২ কেজি  ৪০০ গ্রাম,হেরোইন ১১ গ্রাম জব্দ করেন।
তথ্য নিশ্চিত করে মঙ্গলবার ওসি বলেন, মাদকের কুফল সর্ম্পকে আমরা নিয়মিত জনসাধারণের সহিত সচেতনতামুলক সভা করছি। এছাড়াও চুরি ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন স্থানে প্রায় ১৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.