বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: শহিদ ও আহত পরিবারের সাথে রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দের চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময়

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহত পরিবারের সাথে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে রবিবার বিকেলে শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে মতবিনিময় সভা হয়।
সভায় নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
তারা বলেন, কেউ যাতে কোনো ধরনের অরাজকতা কায়েম করতে না পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভায় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র-নাগরিক মৈত্রী সফরের প্রতিনিধি মো: মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, মো: ইফতেখার আলম (আসাদ), আবদুল্লাহ আল মাহমুদ (মেহেদী), ফয়সাল আহমেদ, মাসুদ রানা, ফাতিন মাহদি, সাদিকুল ইসলাম স্বাধীন, শ্রী ঐশিক মন্ডল জয়, মাহাদী হাসান মাহাইর, সালাহউদ্দিন আম্মার, মো. আতাউল্লাহ, মো. আহসান লাবীব, মোঃ আশিফ নেহাল।
এসময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তি ও নিহত শহীদ মতিউর রহমানের পরিবার।
মতবিনিময় সভার আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় সফরে এসে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ই আগষ্ট পুলিশের গুলিতে নিহত চাঁপাইনবাবগঞ্জের শহীদ মতিউর রহমান ও শহীদ তারেক এর কবর জিয়ারত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় শফর প্রতিনিধি দল। এসময় চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.