বৈশাখে নাশকতার আশঙ্কা নেই, আমরা প্রস্তুত : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধিআজ শনিবার সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পয়লা বৈশাখে কোনো ধরনের নাশকতার হুমকি নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রিমিনালরা নানাভাবে মেধা প্রয়োগ করবেই। তবে সেভাবে নিরাপত্তা বাহিনীকে তৈরি করেছি আমরা। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত। আয়োজন নিয়ে কোনো আশঙ্কা নেই।

নববর্ষ উদযাপনে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোনো বড় চ্যালেঞ্জ নেই এবার। উৎসব উদযাপনে কোনো ধরনের অসুবিধা হবে না। পুলিশ,র‌্যাবসহ নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। কেউ নাশকতামূলক পরিস্থিতি তৈরি করতে চাইলে তাদের উদ্দেশ্য সফল হবে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে ‘প্রপাগান্ডা’ ছড়াতে না পেরে সেক্ষেত্রেও নিরাপত্তা বাহিনীর নজরদারি করছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা মনে করি সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমকে নজরদারিতে রেখেছি। যাতে কেউ কোনো গুজব ছড়াতে না পারে। ’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.