BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আনন্দ আয়োজন

বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আনন্দ আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ২০ পেরিয়ে ২১ এ পা রেখেছে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভি। বৈশাখী টিভির আরও এক ধাপের অগ্রযাতা ও সফলতাকে কেন্দ্র করে রাজশাহীতে কেক কেটে আনন্দ উছ্বাসের সঙ্গে পালিত হয়েছে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী।

শনিবার (২৭ ডিসেম্বর) নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের অংশু বুক ক্যাফেতে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে রাজশাহীর সুশীল, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে সুনাম ও সাফল্য ধরে রেখে চলতে থাকা বেসরকারি এ টেলিভিশন চ্যানেলটির ভূয়সী প্রশংসা করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হিসেবে বৈশাখী টিভি এদেশের মনের খোরাক পূরণ করতে বেশ সক্ষম। বৈশাখী নামটিই তার বড় দৃষ্টান্ত। এই চ্যানেলটিতে সাপ্তাহিক ইসলামিক ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়; এসব একজন দর্শকের জ্ঞানগর্ভ যেমন উন্নত করে, ঠিক তেমনি ফোক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের চিত্তবিনোদনেরও ব্যবস্থা করে।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর বৈশাখী টিভি সত্য, বস্তুনিষ্ঠ ও স্বৈরাচার বিরোধী বেশকিছু সংবাদ এদেশের বিপ্লবী মানুষের মন কেড়েছে। ইদানীং সোশ্যাল মিডিয়াতেও ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার তথ্যবহুল সংবাদ পরিবেশন করছে বৈশাখী টিভি। বৈশাখী টিভি তার ধারাবাহিকতা অব্যাহত রাখুক, এটাই কাম্য। আমরা আশা করি, ২১ বছরে পদার্পণের পর বৈশাখী টিভির পথচলা আরও মসৃণ ও সাফল্যমণ্ডিত হোক এবং তথ্যবহুল সংবাদ প্রচারের মাধ্যমে দর্শকের মন জয় করুক বৈশাখী টেলিভিশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট লেখক মো. নাজীব ওয়াদুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফএজে) সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বপন, আরইউজের সভাপতি ও নয়াদিগন্তের ব্যুরো চিফ মুহা. আবদুল আউয়াল, মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, ডেইলি মুসলিম টাইমস ও দৈনিক রাজবার্তা পত্রিকার প্রধান প্রতিবেদক মো: ইফতেখার আলম বিশাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন ও সাধারণ সম্পাদক মারুফ হাসান মিশন, বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুববিভাগ মহানগর সেক্রেটারি সালাউদ্দিন আহম্মেদ সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল ব্যক্তিবর্গ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত-১৫, আহত-১৯ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: বিপুল রাসায়নিক উদ্ধার, তিন নারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজার-কয়েকটি কবর ভাঙচুর শিবগঞ্জে খুঁটিতে বেঁধে যুবকের হাত-পা কেটে নেওয়ার চেষ্টা, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাঁওতাল পল্লীর ঐতিহাসিক পুকুর ভরাট, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী রাজশাহী নগরীর দাসপুকুর আইডি বাগান মাদকের হাটে পরিণত আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়া হবে : মিলন বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আনন্দ আয়োজন