বৈরুত’র সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণে ক্ষতি 1500 কোটি ডলার

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের ফলে দেশটির ক্ষমতা থেকে সরে যেতে জয়েছে বর্তমান সরকারকে।

ব্যাপক প্রাণহাণির মধ্যে এ বিস্ফোরণে দেশটির ১ হাজার ৫০০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য জানিয়েছে বলে প্রেসিডেন্ট আউন উল্লেখ করেন।

বৈরুত বন্দরের একটি গুদামে গত ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২০ জন নিহত এবং ৬ হাজারের বেশী মানুষ আহত হয়েছেন। এ ছাড়া ১ লক্ষের বেশী শিশুসহ মোট ৩ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। নিখোঁজ আছেন শতাধিক মানুষ। ওই গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল, যা সার ও বোমা তৈরীর কাজে ব্যবহৃত হয়।

প্রেসিডেন্ট মিশের আউন পরবর্তী সরকার গঠিত না হওয়ার পর্যন্ত হাসান দিয়াবকে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সরকার পতনের পরেও দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.