বৈরী আবহাওয়া বঙ্গোপসাগরে ২০ জেলেসহ দুইটি ফিশিং ট্রলার ডুবি, মৃত্যু-১


বাগেরহাট প্রতিনিধি: বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে দুইটি ফিশিং ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় রুহুল আমীন খান (৪৫) নামে এক জেলে মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর অদূরে এই দুর্ঘটনা ঘটে।
বন বিভাগ জানিয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যে কূলে ফেরার সময় নাম বিহীন ট্রলার দুটি ডুবে যায়। দুই ট্রলারে ২০ জন জেলে ছিলেন। পরে অন্য ট্রলারের জেলেরা সাগরে ভাসমান জেলেদের উদ্ধার করে। ট্রলারে ওঠানোর পর পরই জেলে রুহুল আমীন মারা যান। এসব জেলেদের বাড়ি পাথরঘাটার চরদুয়ানী এলাকায়।
দুবলা জেলে পল্লীর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলাদ চন্দ্র রায় বিটিসি নিউজকে বলেন , প্রচন্ড ঢেউয়ে টিকতে না পেরে নাম বিহীন ট্রলার দুটি অফিস কিল্লার দিকে আসছিল। এমন সময় ট্রলার দুটি দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যাওয়া দুই ট্রলারের ২০ জেলের মধ্যে ট্রলার মালিক রুহুল আমীনের মৃত্যু হয়।
ডুবে যাওয়া অপর ট্রলারের মালিক চরদুয়ানীর মৎস্য ব্যবসায়ী মো. নাছির উদ্দিন জানান, উদ্ধারকারী ট্রলারের জেলেরা মোবাইল ফোনে তাকে দুর্ঘটনার খবর জানায়। নিহত রুহুল আমীন নিজেই একটি ট্রলারের মালিক।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামসুল আরেফীন বিটিসি নিউজকে জানান, সোমবার রাত থেকেই আবহাওয়া খারাপ হতে থাকে। ভোররাত থেকেই ফিশিং ট্রলারগুলো সাগর ছেড়ে নিরাপদে ফিরতে শুরু করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ফেরার সময় নাম বিহীন দুটি ট্রলার ডুবে এক জেলের মৃত্যুর খবর তিনি শুনেছেন।
এসিএফ শামসুল আরেফীন বিটিসি নিউজকে জানান, বর্তমানে সুন্দরবনের দুবলা, অফিস কিল্লা, আলোর কোল, কটকা, কচিখালী, চান্দেশ্বরসহ বনের বিভিন্ন এলাকায় বহু ট্রলার আশ্রয় নিয়েছে। এসব আশ্রিত জেলের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব বন অফিসের কর্মকর্তা-র্কচারীকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.