বৈঠকে বসছেন মোদি-মমতা

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ছয় মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে।
আজ বুধবার (২৪ নভেম্বর) তারা দুইজন বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে এনডিটিভি।
একদিকে উত্তপ্ত ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ওপর আঘাত অন্যদিকে, বিএসএফের কাজের সীমা বাড়ানোর বিতর্কিত কেন্দ্রীয় সিদ্ধান্ত। এমন পরিস্থিতির মধ্যেই বৈঠকে বসছেন মোদি ও মমতা।
ভারতের রাজনীতি এই দুই ইস্যুতেই উত্তাল। অলিখিতভাবে যার নেতৃত্ব দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের নোট বাতিল থেকে সিএএ, কিংবা হালের কৃষি আইন— এসব সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে বাকি বিরোধী নেতানেত্রীদের অনেকটাই পেছনে ফেলেছেন তিনি।
এছাড়া ত্রিপুরা রাজ্যে সহিংসতা ও বিএসএফ ইস্যুতে মোদির সঙ্গে তার বুধবারের বৈঠকের দিকেই নজর ভারতীয় রাজনৈতিক মহলের। মমতার ক্ষোভ, বিএএসএফের পরিধি বাড়িয়ে ঘুরপথে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার এখতিয়ারে হাত বাড়াতে চাইছে কেন্দ্র। এটা তারই প্রথম পদক্ষেপ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.