বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী কাল রাজশাহী আসছেন

PRESS (PID) RELEASE: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এক দিনের সরকারি সফরে আগামীকাল রবিবার রাজশাহী আসবেন।
তিনি ১৯ জুন বিমানযোগে বেলা পৌনে নয়’টায় রাজশাহীতে পৌঁছবেন।
সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল দশ’টায় প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ‘আম উৎসব’ অনুষ্ঠানে যোগদান করবেন। পরে তিনি জেলার মহানন্দায় শেখ হাসিনা সেতৃ সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্প পরিদর্শন করবেন।
প্রতিমন্ত্রী বিকাল সাড়ে চার’টায় রাজশাহী বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন।
এদিন বিকাল পৌনে ছয়’টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।
NEWS FROM Regional Information Office (PID). Press Information Department. Ministry of Information. #

Comments are closed, but trackbacks and pingbacks are open.