বেলিংহ্যামের গোলে জয় দিয়ে শুরু ইংল্যান্ডের

বিটিসি স্পোর্টস ডেস্ক: ২০২০ ইউরোর ক্ষত এখনো অনেক ইংল্যান্ড সমর্থকদের।সেবার ফাইনালে ইতালির সঙ্গে সমানতালে লড়েও টাইব্রেকারে হেরে হৃদয় ভাঙে ইংলিশদের।
এবার সে আক্ষেপ ঘুচানোর মিশন নিয়েই জার্মানিতে এসেছে ইংল্যান্ড। সাউথগেটের দলের এবারের সাফল্যের অনেকটাই নির্ভর করছে জুড বেলিংহ্যামের উপর। তবে শুরুটা দুর্দান্তভাবেই করেছেন এই ২০ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড।
জার্মানির গেলসেনকিরশেনে রোববার রাতের ‘সি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে গতবারের রানার্সআপরা। ম্যাচের ১৩ তম মিনিটে নিখুঁত এক ফিনিশে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন বেলিংহ্যাম।
পরিষ্কার ফেভারিট হিসেবে ম্যাচ শুরু করলেও ম্যাচে একচেটিয়া আধিপত্য ছিলনা ইংলিশদের। সার্বিয়ার ৪৫ শতাংশের বিপরীতে ইংলিরা বল দখল রেখেছে ৫৫ শতাংশ। তবে গোলের জন্য শট বেশি নিয়েছে সার্বিয়ায় (৬)।
তবে শুরুর বিশ মিনিট ম্যাচের লাগাম ছিল ইংলিশদের হাতেই। প্রতিপক্ষের চাপ ধরে রেঝে প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই এগিয়ে যায় সাউথগেটের দল। বুকায়ো সাকা ডান দিক থেকে ক্রস বাড়ান, প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আসা বল ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে জালে জড়ান বেলিংহ্যাম।
এরপর অবশ্য ইংলিশরা ধীরে ধীরে ছন্দ হারায়। পুরো ম্যাচে এরপর খুব বেশি সুযোগ তৈরী করতে পারেনি গতবারের রানার্সআপরা। অন্যদিকে আলেকসান্দার মিত্রোভিচরা সুযোগ নষ্ট করায় ম্যাচেও ফিরতে পারেনি আলবেনিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.